ঝিনাইদহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলনের সেত্রেুটারী নিহত

ঝিনাইদহ শহরের খাজুরা গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনে বাড়ী ফেরার পথে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেত্রেুটারী রাশিদুল ইসলাম (৪৫) নামের এক কাপড় ব্যাবসায়ী নিহত হয়েছেন।

সেসময় তার দুই ছেলে সুফিয়ান ও হুজাইফা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ট্রাক টার্মিনাল মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রাশিদুল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ী ফিরছিল তারা। সেসময় পথে বিপরীতগামী আরেকটি মোটরসাইকেল ওই স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদুল ইসলামসহ তার দুই ছেলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।