নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়ির পথে বিএনপির প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা মো. নয়ন মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল।

বুধবার সকাল ৯টায় রাজধানী নয়াপল্টন থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উদ্দেশ্যে রওনা দেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অনেকে।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৯ নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুর সদর উপজেলায় মিছিলযোগে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ সময় বাঞ্ছারামপুর থানার পুলিশ সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া শটগানের গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের পেটে ও বুকে গুলি লাগে বলে দাবি বিএনপি নেতাদের। ঢাকায় আনার পথে তিনি মারা যান। একই ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীসহ ৫-৭ জন গুরুতর আহত হন। উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের।