যশোরে পরীক্ষার ফলাফল পাওয়ার পর নাইসা জানতে পারল ডেঙ্গুজারে আক্রান্ত

যশোরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারলেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী নাইসা ইসলাম সীমিন (১৬)। বর্তমানে তিনি যশোর ২৫০ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল ২৮ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের এসএসসি ফল প্রকাশিত হয়।

নাইসা ইসলাম জানিয়েছেন, সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তিনি স্কুলে যান। এরপর তিনি জানতে পারেন পরীক্ষায় তিনি এ প্লাস পেয়েছেন। এ সময় তিনি খুব অসুস্থতায় ভুগছিলেন। তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। পরীক্ষায় ফলাফল পর তিনি ডেঙ্গু ভাইরাস পরীক্ষা করেন। এরপর তার শরীরে ডেঙ্গু ভাইরাল ধরা পড়ে। তখন তার চাচা ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাটুল দ্রুত নাইসা ইসলামকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করেন। এখন তিনি ওই ওয়ার্ডের ৩৬ নম্বর বেডে চিকিৎসাধীন।তার পিতা আশিকুল ইসলাম সদর উপজেলার রূপ দিয়া ডিগ্রী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক। তার বাড়ি উপজেলার তেতুলিয়া গ্রামে। বসবাস করেন যশোর শহরের রেলগেট এলাকায়।