বঙ্গবন্ধুর ভাষণের পর স্বাধীনতা ঘোষণার প্রয়োজন ছিল না: প্রধান বিচারপতি

জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন ছিল না বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। যাঁরা এটি এখন স্বীকার করেন না, সে সময়ও করেননি, ভবিষ্যতেও করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল খায়েরের তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এ আয়োজন করা হয়। বই তিনটি হলো- ‘ইতিহাসে বঙ্গবন্ধু’, ‘আদি ভারত বর্ষ থেকে বাংলাদেশ’ ও ‘কবিতায় প্রিয় বাংলাদেশ’।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।