যশোরে যুবলীগ নেতাকে মারপিট, পায়ে গুলি

Jessore map

যশোরের অভয়নগর উপজেলায় জাহাঙ্গীর তরফদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে বেদম মারপিট ও পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কাদিরপাড়া গ্রামের একটি ঘেরের পাড়ে এ ঘটনা ঘটে।আহত জাহাঙ্গীর তরফদার উপজেলার পায়রা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার দুপুরে আহত জাহাঙ্গীর তরফদারের পিতা ইজাহার আলী তরফদার বাদী হয়ে অভয়নগর থানায় ১০জনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর তরফদার শুক্রবার রাতে কাদিরপাড়া বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। রাত ২টার দিকে একই গ্রামের বাসিন্দা মো. মাসুম বিশ্বাস তাকে পার্শ্ববতী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে ৮/১০জন সন্ত্রাসী তাকে মোস্ত মেম্বারের ঘেরের পাড়ে নিয়ে গিয়ে বেদম মারপিট করে। এরপর উলঙ্গ অবস্থায় ঘেরের পানিতে বেঁধে রেখে নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে তাকে পানি থেকে উঠিয়ে বুক লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, জাহাঙ্গীর তরফদারকে মারপিট ও গুলি করার বিষয়টি তিনি শুনেছেন।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।