অভয়নগরে যুবককে হত্যার অভিযোগে মামলা

যশোর অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের কনক সর্দারকে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার ৪ ডিসেম্বর কনকের মামা সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের কবির হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন, অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে মাসুম সরদার, সেলিমের ছেলে সুজনসহ অজ্ঞাত চার-পাঁচজন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে অভয়নগর থানায় কোনো মামলা আছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, আসামি মাসুম সরদারের টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা দেখে ফেলে। পরে এলাকায় বলে দেওয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমকে মারধর ও জরিমানা করে। এতে ক্ষিপ্ত হয়ে কনক সর্দারকে হত্যার পরিকল্পনা করে মাসুম ও সুজন। গত ২৪ নভেম্বর রাত ১০টায় চেঙ্গুটিয়া বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায় কনক।

এরপর রাত আড়াইটায় খেলা চলাকালে আসামি মাসুম কনকের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে ঐ সময় বাড়ি না ফিরে প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধামের রাস্তার সামনে নিয়ে যাওয়া হয় কনককে। এরপর আসামিরা কনকের নাক, কান ও গলায় মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শরীরের কিছু অংশ এসিড কিংবা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিদ্যুতের তারে শক হয়ে মৃত্যু বরণ করেছে এমনটি বোঝাতে লাশ পাশের একটি ইলেকট্রিক খাম্বার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। লাশ উদ্ধারের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসে। এরপর তিনি আদালতে হত্যা মামলা করেন।