ঝিকরগাছায় ২৭তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশব্যাপি ২৭তম প্রতিযোগিতার অংশ হিসেবে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে যশোরের ঝিকরগাছায় উপজেলা ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপি স্থানীয় মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রজ্ঞনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ২৯টি মাদ্রাসার ১৩২ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসার উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন। মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক হাফেজ মাওলানা যুবায়ের আহামাদ, ঝিকরগাছা মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম ও ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিন আলহাজ¦ মাওলানা মুফতি আকবার হুসাইন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাদ্দিস মহিবুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম, ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন, বাঁকড়া কওমি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা তাওহিদুর রশিদ, উলাকোল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সাইদুর রহমান, ইসলামী ফাউন্ডেশন ঝিকরগাছা শাখার সুপারভাইজার হাফেজ মাওলানা মাসুদুজ্জামান, মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক আলহাজ¦ ইয়াউর রহমান, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাহাজাহান আলী, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, হাফেজ আব্দুর রশিদসহ উপজেলার ২৯টি কওমিয়া মাদ্রাসার প্রতিনিধিগণ।

প্রতিযোগিতা শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের পর্যালচনা মোতাবেক ফলাফলে ৪ ক্যাটাগেরিতে ২৮জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়েছে।