২০২৩ সালে চীনে করোনায় ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

করোনা বিধিনিষেধ হঠাৎ শিথিল করায় চীনে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়তে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স এবং অ্যাভ্যুলেশন (আইএইচএমই) ধারণা করছে, চীনে ২০২৩ সালে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। খবর রয়টার্সের

আইএইচএমই পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, ‘আমার ধারণা, আগামী বছরের এপ্রিলে চীনে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি, ওই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের ৩ লাখ ২২ হাজার মানুষ মারা যেতে পারেন। পাশাপাশি দেশটির চার ভাগের তিন ভাগ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হতে পারেন।’

তিনি আরও বলেন, চীন এত দীর্ঘ সময় জিরো কোভিড নীতি অব্যাহত রাখবে, তা কেউ ভাবতে পারেনি। কঠোর নীতির কারণে প্রথমদিকে করোনাভাইরাসের অন্যান্য ধরন নিয়ন্ত্রণ করা গেলেও ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে চীনকে।

সংস্থাটি আরও দাবি করে, দেশটির দুর্বল ভ্যাকসিনের কারণে অবস্থা খারাপ ধারণার চেয়েও বেশি খারাপ হতে পারে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে চীনের ৬০ শতাংশ মানুষ, বিশেষ করে অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে, সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে এ বছরের ৭ ডিসেম্বর করোনাসংক্রান্ত কঠোর বিধি-নিষেধ তুলে নিলেও, এ সময়ের পরে করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ গত ৩ ডিসেম্বর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যাওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ৫ হাজার ২৩৫ জন।