যশোরে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার

jessore map

পুলিশ ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টা ব্যবধানে ২শ’ ৬০পিস ইয়াবা ও ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতের রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর মান্দারতলা গ্রামের মৃত হাসেম শেখ এর ছেলে জুম্মান শেখ,যশোর শহরের শংকরপুর মুরগীর ফার্ম গেট এলাকার মৃত কিনাই চৌধুরীর ছেলে হাফিজ চৌধুরী,সদর উপজেলার শেখহাটি জামরুলতলার মৃত শুকুর আলীর ছেলে আবুল বাশার ও সদর উপজেলার বোলপুর (উত্তর পাড়া) গ্রামের খেলাফত বিশ^াসের ছেলে ওসমান গনি। মাদকদ্রব্যসহ গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা চারটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর সদরের তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পের এক এসআইসহ একদল পুলিশ সোমবার ১৯ ডিসেম্বর বিকেলে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার বোলপুর উত্তর পাড়াস্থ ওসমান গণি তার বাড়ির সামনে রাস্তায় অবস্থান নিয়ে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল ৫ টায় উপস্থিতি হলে পুলিমের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা বেচাকেনায় থাকা ওসমান গণি দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় । এ সময় তার দখল হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, সোমবার ১৯ ডিসেম্বর রাতে ওই ফাঁড়ীর এক এএসআই গোপন সূত্রে খবর পান শহীদ মশিউর রহমান সড়ক বকুলতলা গরীবশাহ মাজার সংলগ্ন শিমুল টেইলার্স এর সামনে অবস্থান নিয়ে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯ টায় সেখানে অভিযান চালালে পুুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা কৌশলে পালানোর চেষ্টার এক পর্যায় পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২৫পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পুরাতন কসবা,চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড টু কাঠালতলা মোড় গামী কাজীপাড়া রোডের পূর্ব পাশের্^ অবস্থিত সাজিদ এন্টার প্রাইজ নামক গ্যাস সিলিন্ডার এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হাফিজ চৌধুরীকে ১শ’ ৮৫পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া, কোতয়ালি মডেল থানার এক এস আইসহ একদল পুলিশ সোমবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় পুরাতন কসবাস্থ আবাসিক হোটেল কোকো হোটেলের পিছনে নড়াইল রোডস্থ বাসস্ট্যান্ডের ভিতরের মধ্যখানে বাসস্ট্যান্ডের ভিতরের মধ্যে খানে বটগাছের নীচে ফাঁকা জায়গা জুম্মান শেখকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।