দেশব্যাপী ২ হাজার মহাসড়কের মধ্যে ঝিনাইদহ অংশের সড়কের উদ্বোধন

“উন্নয়নের মহাসড়কে,অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়” ও “মহাসড়কে উন্নয়ন দৃশ্যমান বেশ,অদম্য গতিতে এগোচ্ছে বাংলাদেশ”এ প্রতিপাদ্যে দেশব্যাপী ২ হাজার মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারমধ্যে জেড-৭০২১ প্রকল্পের ঝিনাইদহ অংশে ১৫.৪৯ কিলোমিটার দৈঘ্য ঝিনাইদহের কালীগঞ্জ-আড়পাড়া মহাসড়ক নির্মাণ ও জেড-৭০২৩ প্রকল্পের ঝিনাইদহের ৪৮.৩৬ কিলোমিটার দৈঘ্য খালিশপুর- মহেশপুর- দত্তনগর- জিন্নাহনগর-যাদবপুর মহাসড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করেন। বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম,রথীন্দ্র নাথ রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম,সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন, ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ,উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জ্যোতি বসু,উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস অপু,রফিকুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের ও সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।