বিএসপির ২২১তম সাহিত্য সভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২২১তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি হোসেন আলী, কবি অ্যাড জিএম মুছা, কবি মোস্তফা কামাল (দাদু)।

বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি নূরজাহান আরা নীতি ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না আশাবরী সঙ্গীত নিকেতন কর্তৃক গুণীজন হিসেবে সম্মাননা স্মারক এবং সংগঠনের সম্মানিত সদস্য কবি হোসেন আলী ইউএস বাংলা কর্তৃক গুণীজন হিসেবে সংবর্ধিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। একই সময় বিএসপির সাবেক সহ-সভাপতি কবি কাজী রকিবুল ইসলাম তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, এডিএম রতন, কাজী রকিবুল ইসলাম, শহিদ জয়, আহমেদ মাহাবুব ফারুক, মো. শরীফ উদ্দিন, সোনিয়া সুলতানা চাঁপা, ফাতিমা পারভীন, এএফএম মোমিন যশোরী, শেখ হামিদুল হক, শংকর নিভানন, অরুন বর্মন, কাজী নূর, রশিদ শিমুল, ডা. মশিউর রহমান খান, সৈয়দ এমদাদুল হক, মোস্তাফিুজুর রহমান, নির্মল মল্লিক, লাবন্য, সঞ্চয় নন্দী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন ফিমেল, এমএম মনিরুল ইসলাম, অ্যাড. মাহমুদা খানম, মো. মোবারক হোসেন টনি, রেজাউল করিম রোমেল, সামিয়া আফরিন, মো. রওনাক হোসেন প্রমুখ।