ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত: নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের হতাহত সৈন্যের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৩০ হাজার।

রোববার নরওয়ের সেনাপ্রধানের দেওয়া হিসাবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে প্রতিষ্ঠা থেকেই ন্যাটোর সদস্য।

গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে ‘টিভি টু’কে দেওয়া এক সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন বলেন, যুদ্ধে রাশিয়ার প্রায় ১ লাখ ৮০ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে।

তবে এই সংখ্যা কীভাবে হিসাব করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নরওয়ের সেনাপ্রধান।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধে ইউক্রেনের সম্ভবত এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। এর পাশাপাশি দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে।

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ইউক্রেনের সৈন্য হতাহতের সংখ্যাটিও সম্ভবত একই রকম।

তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।