যশোর ট্রাক স্ট্যান্ডে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেফতার নেই

mamla rai

মঙ্গলবার ৩১ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরতলী উপশহর ট্রাক ষ্ট্যান্ড সংলগ্ন সুমনের মুদি দোকানের সামনে রাজন (২১) নামে এক যুবকে গতিরোধ করে উপুর্যপুরি ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাম। হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ মামলায় মামলাটি করেন,উপশহর ডি ব্লক বাসা নং ১২২ এর সিদ্দিকুর রহমানের মেয়ে রোজিনা বেগম।

মামলায় আসামী করেন, উপশহর এস-ব্লক মিরার ছেলে ইয়াছিন, রাব্বী, উপশহর ৭ নং সেক্টর শেখ রওশনের ছেলে নাছিম, উপশহর এফ ব্লকের সাদিকুল ও বাদশা ওরফে কসাইয়ের ছেলে হৃদয় হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জন
মামলায় বাদি উল্লেখ করেন, আসামীদের স্বভাব চরিত্র ভাল না। এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এলাকার বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করে বেড়ায়।

পূর্ব শত্রুতার জের ধরে বাদির ছেলে রাজন কে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত ৩১ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সুমনের মুদী দোকানের সামনে রাজনকে পেয়ে উক্ত সকল আসামীরা এলোপাতাড়ীভাবে কিল ঘুষি,চড়,থাপ্পড় ,থাবা ও লাথি মেরে শরীরের বিভিন্নস্থানে জখম করে।

ইয়াছিন বাদির ছেলেকে ধারালো চাকু দিয়ে বুকে আঘাত করে রক্তাক্ত জখম করে। ইয়াছিন ও রাব্বি বাদির ছেলেকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। বাদির ছেলে আহত অবস্থায় পড়ে গেলে তার কাছে থাকা রিয়েলটি টাচ মোবাইল ফোন মূল্য অনুমান ২০ হাজার টাকা সাদিদুল কেড়ে নেয়। বাদির ছেলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রকাশ্যে জীবন নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় রাজনকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।