এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় শীর্ষে রয়েছে খুলনা জেলা। আর পাসের হার সবচেয়ে কম বাগেরহাট জেলায়।
এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসে হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন।
আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার পরীক্ষার্থীরা। নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে ৮৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরায় ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটে পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে খুলনা জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম সিটি কলেজের পরীক্ষার্থীরা। এই কলেজের ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।
এম এম সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহা বলেন, খুলনার মধ্যে আমাদের কলেজের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করে । এবারও এইচএসসিতে তারা সাফল্য ধরে রেখেছে।
সিটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী মো. রোহান বলেন, ভালো ফলাফল করতে হলে নিয়মিত লেখাপড়া করতে হবে। আজ পড়বো না, কাল পড়বো এমন করলে চলবে না। রুটিন মাফিক অল্প হলেও প্রতিদিন লেখাপড়া করতে হবে।
বিএল কলেজের শিক্ষার্থী মো. ফাহিম মুনতাসির সাফিন বলেন, জিপিএ-৫ পেয়েছি, খুব ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন ভালো কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।