যশোর কেন্দ্রীয় কারাগারে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

jessore karagar

যশোর কেন্দ্রীয় কারাগারে নারায়ন চন্দ্র বিশ্বাস (৮০) নামে একজন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত পোনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নারায়ন চন্দ্র নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্র গ্রামের প্রিয় বিশ্বাসের ছেলে। তার কয়েদি নাম্বার ছিলো ( ৫৭২৬/ এ)।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর জানান, সাবেক চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নারায়ন চন্দ্রের নামে একটি দুর্নীতি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। চলতি বছরে ১২ জানুয়ারি নারায়ন চন্দ্র কারাগারে আসে। গতকাল রাতে হঠাৎ করে সে বমি করছিলো এবং তার শরীর অসম্ভ ঘামছিলো। রাত ৯টা ৩৮ মিনিটে তাকে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।