‘আন্দোলনের খেলায় হেরে বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে’

obidul kader
ফাইল ছবি

আন্দোলনের খেলায় হেরে বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। তাদের প্রতিহত করতে হবে। বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। কারণ তারা আন্দোলনের খেলায় হেরে গেছে। এই খেলায় তারা আর পারবে না। নির্বাচনে না এলে তাদের অস্তিত্বই থাকবে না।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন শুরু করেছে। কীসের আন্দোলন? আন্দোলন দেখেছেন? পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এখন পদযাত্রায় নেমেছে। গণআন্দোলন থেকে পদযাত্রা। পদযাত্রা নয়, বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে।’

বিএনপি শেখ হাসিনাকে সহ্য করতে পারে না বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু দেখলে বিএনপির গায়ে জ্বালা ধরে। মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে দেখলে তাদের জ্বালা বাড়ে। বিএনপি অন্তরজ্বালায় ভুগছে। অন্তরজ্বালায় শেষ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘খেলা হবে। আন্দোলনে হবে। নির্বাচনে হবে। মোকাবেলা হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন আসিয়া। আন্দোলনের খেলায় তারা আর পারবে না। তারা হেরে গেছে আন্দোলনের খেলায়।’

সারাদেশে আওয়ামী লীগের কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘পাল্টাপাল্টি নয়, নির্বাচন পর্যন্ত সারাদেশে আমাদের কর্মসূচি চলবে, আন্দোলন চলবে। আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। কিন্তু পেট্রোল বোমা, ককটেল আছে, অস্ত্র-লাঠি আছে। এই অপশক্তি ২০১৩, ১৪ ও ১৫ সালে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কারো কথায় প্রলুব্ধ হবেন না। কারো কথায় নড়চড় হবেন না। তাদের কথা শুনবেন না– যারা গোপালগঞ্জকে বলে গোপালী। তারা এও বলেছে, ক্ষমতায় এলে গোপালগঞ্জের নামও পাল্টে ফেলবে। গোপালগঞ্জ গোপালগঞ্জই আছে। কিন্তু দুর্নীতির দণ্ডে আপনি দণ্ডিত। আপনার ছেলে বিদেশ থেকে রিমোট-কন্ট্রোলে আন্দোলন করছে।’