ঢাকায় আসছে ‘ম্যারাডোনার ক্লাব’

এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ আসছে আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়া। তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। গতকাল এমনটা জানিয়েছেন শেখ জামালের সেক্রেটারি ফয়জুর রহমান।

জিমনেসিয়া দি লা প্লাতা আরেকটি কারণে পরিচিত। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কোচিং ক্যারিয়ারের শেষটা এ ক্লাবে হয়েছে। ২০১৯ থেকে ২০২০ অবধি স্বদেশি এই ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ‘৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক। সে জন্যই এর নামডাক দ্রুত ছড়িয়ে পড়ে ফুটবলবিশ্বে।

শেখ জামাল কর্তৃপক্ষ জুন-জুলাইয়ে তাদের চাইলেও সে সময়ে মাত্র আর্জেন্টিনার লিগের খেলা শেষ হবে। তাই সেপ্টেম্বরে তারা আসতে রাজি হয়। এ নিয়ে ক্লাবটির সেক্রেটারি ফয়জুর বলেন, ‘এ বছরের সেপ্টেম্বরে জিমনেসিয়া আমাদের দেশে আসতে রাজি হয়েছে। যেহেতু জুন-জুলাইয়ে তাদের ওখানে লিগের খেলা শেষ হবে। তারা আমাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে।’

জিমনেসিয়াসহ গোটা বিশ্বকে কাঁদিয়ে ২০২০ সালের নভেম্বরে না ফেরার দেশে চলে যান ম্যারাডোনা। তাকে এখনও বিভিন্নভাবে স্মরণ করে ক্লাবটি। শেখ জামাল সেক্রেটারি মনে করছেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তাদের দেশের একটি ক্লাব এলে বাংলাদেশের ফুটবলাররা আরও বেশি অনুপ্রাণিত হবেন, ‘আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন। তাদের দেশের একটি ক্লাব এলে নিশ্চয়ই ফুটবলে একটা ইতিবাচক প্রভাব পড়বে। খেলোয়াড়রা আরও বেশি অনুপ্রাণিত হবে। আর তাদের বিপক্ষে খেললে আমাদের শেখ জামালের ফুটবলাররাও সামনের ম্যাচগুলোতে ভালো করার চেষ্টা করবে। বাড়তি একটা আত্মবিশ্বাস পাবে তারা।’

জিমনেসিয়ায় বর্তমানে যারা খেলছেন বেশিরভাগই আর্জেন্টিনার। নিয়মিত স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে দুই-একজন রয়েছেন অন্য দেশের।