ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মুজিব চত্বরের “প্রেরণা একাত্তরে” বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাষ্টের পক্ষে প্রথমে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ,জেলা আওয়ামীলীগের,জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা আওয়ামীলীগ শহরের বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালি বের করে পরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ করে এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা এ সময় তুলে ধরেন, বঙ্গবন্ধুর আদর্শ, তার জীবণের নানা দিক। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষনের পটভুমিকা তুলে ধরা হয়। সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগ ও উন্নয়নের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।