হজ নিবন্ধনের সময় ফের বাড়ল, এবার বিপরীত চিত্র

haji

তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। মঙ্গলবার হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বাড়ানো হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির এ তথ্য জানিয়েছে। এরপর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।

হজ গমনেচ্ছুদের সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে চারগুণ কম

অন্যবারের চেয়ে এবারের হজ যাত্রায় বাংলাদেশি হজযাত্রীদের বিপরীত চিত্র ফুটে উঠেছে। সময় বাড়িয়েও বাংলাদেশ থেকে হজ গমনেচ্ছুদের সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে চারগুণ পিছিয়ে রয়েছে। সৌদি আরব থেকে পাওয়া কোটা অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

হজ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন, হজ পালনে মানুষের আগ্রহ থাকলেও হজ প্যাকেজের খরচ বেশি হওয়ায় এবার নিবন্ধন কম হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে পারে। সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালন করতে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি। উভয়ক্ষেত্রে কোরবানির টাকা হাজীদের পৃথকভাবে সৌদি আরব নিয়ে যেতে হবে।

হজ এজেন্সিস এসোসিয়েশনের নেতারা বলছেন, এবার হজ সংক্রান্ত কার্যক্রম একটু আগেই শুরু হয়েছে। নিবন্ধন কম হওয়ার ক্ষেত্রে এটাও একটা কারণ হতে পারে। তবে হজ পালনের খরচ বৃদ্ধিই যে হাজযাত্রী কম হওয়ার মূল কারণ তা কেউ অস্বীকার করছেন না।

তারা বলছেন, অন্যান্যবার নিবন্ধনের সময় কারও কোটা বাতিল হলে সেটার সুযোগ নিতে অনেকের তদবির পেতে হতো। এবার নির্ধারিত কোটা অনুযায়ী সাড়া খুবই কম।