ইংল্যান্ড সিরিজ দিয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু: হাথুরু

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যৃবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে টি-২০ পরীক্ষা টাইগারদের। কোচ হয়ে ফেরা চন্ডিকা হাথুরুসিংহে ওই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু।

চট্টগ্রামে প্রথম টি-২০ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার হাথুরু বলেছেন, ‘আজই প্রথম টি-২০ দল দেখলাম। এটা কেবল ২০২৪ টি-২০ বিশ্বকাপ যাত্রার শুরু। এই সময়ের মধ্যে অনেক স্রোত বয়ে যাবে। আমাদের হাতে কী আছে সেটাও পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর আমাদের উন্নতির জায়গা খুঁজতে হবে এবং শক্তির জায়গা অনুযায়ী খেলতে হবে।’

লঙ্কান কোচ হাথুরুর মতে, ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাদের বিপক্ষে খেলা কঠিন কিছু নয়। বরং এটা প্রস্তুতির ভালো সুযোগ। তিনি মনে করেন, টি-২০ বিশ্বকাপ পরিকল্পনায় কন্ডিশনের কথাও মাথায় রাখতে হবে, ‘পরবর্তী বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। যুক্তরাষ্ট্র নিয়ে কম। সেটা মাথায় রেখে, সঠিক সমন্বয় অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশের পেস বোলিং আক্রমণে মুগ্ধ হেড কোচ হাথুরু। তাসকিন এবং এবাদত সহায়ক কন্ডিশন না পেয়েও যে বোলিং করেছেন তাতে মুগ্ধ তিনি। তবে আরও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ দেখছেন লঙ্কান কোচ। যেমন-ফিল্ডিং। ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং ভালো হলেও আরও ভালো করার বার্তা দিয়েছেন তিনি।

হাথুরু বলেছেন, ‘কিছু জায়গা নিয়ে আমি মুগ্ধ। এটা ভালো শুরু। খুব সহায়ক কন্ডিশন না হলেও পেস বোলাররা খুবই ভালো করেছে। তাদের ডিসিপ্লিন ধরে রেখে বোলিং এবং ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা খুবই ভালো। ফিল্ডিংও ভালো হয়েছে। কিছু বিষয় পর্যবেক্ষণ করেছি, যা ব্যাটিংয়ে ভালো করতে সহায়তা করতে পারে। অবশ্যই ফিল্ডিংয়েও ভালো করার অনেক জায়গা আছে। ফিল্ডিংটা আমি তাদের চ্যালেঞ্জ হিসেবে দিয়েছি।’