আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করল ইসি

সরকারি নির্দেশনা লঙ্ঘনের ঘটনা ঘটায় সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের ১০ আঞ্চলিক কার্যালয়ের মাঠ কার্যক্রম বাস্তবায়ন করে থাকে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতিক সময়ের ময়মনসিংহ আঞ্চলিক কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ তার অধীনস্ত জেলা, উপজেলা দফতরে কর্মকর্তাদের বদলি, পদায়নের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ইসি সচিবালয়ে প্রস্তাবনাও পাঠিয়েছেন। বিষয়টি অপরাধ হলেও প্রথমবার হওয়ায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেবল সতর্ক করা হয়েছে। সতকর্তার চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের গেজেটেড কর্মকর্তাদের বদলি, পদায়ন কার্যক্রম এককভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের এখতিয়ারাধীন বিষয়। তথাপি নির্বাচন কমিশনের সচিবালয়ের কোনোরূপ নির্দেশনা ছাড়াই কয়েকজন কর্মকর্তাকে সুনির্দিষ্ট কর্মস্থলে পারষ্পরিক বদলি/পদায়নের প্রস্তাব পাঠানো হয়েছে, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

পত্রটি অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরে আদিষ্ট হয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মহোদয় বরাবর পত্র পাঠানো হয়েছে, যা প্রশাসনিক রীতি ও সরকারি পত্র যোগাযোগ নির্দেশনার সুষ্পষ্ট লঙ্ঘন। এমন অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রণীত সাংগঠনিক কাঠামো ও কার্যবণ্টন তালিকার এখতিয়ার বহির্ভূত কার্যক্রম গ্রহণ না করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পত্র যোগাযোগের ক্ষেত্রে সচিবালয় নির্দেশমালা/সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।