যশোরে জজকোর্ট মসজিদের দানবাক্স চুরির ঘটনায় মামলা

mamla rai

শহরের জজকোর্ট মসজিদের দান বাক্স চুরির অভিযোগে কোতয়ালি থানায় মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন,মাগুরা জেলার শালিখা উপজেলার জুনরী গ্রামের বর্তমানে যশোর শহরের চাঁচড়া এলাকার মৃত মুনসুর মোল্যার ছেলে জজকোর্ট মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ সাব্বির হোসেন।

মামলায় মোয়াজ্জিন সাব্বির হোসেন উল্লেখ করেন,তিনি গত ৭ বছর যাবত যশোর শহরের জজকোর্ট মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উক্ত মসজিদের মেইন গেট এর সাথে একটি দানবাক্স লাগানো আছে। গত ১৯ মার্চ রোববার রাত ৯ টায় উক্ত মসজিদের গেটের তালা বন্ধ করে বাদি নিজ বাড়িতে চলে যায়। সোমবার ২০ মার্চ ভোর ৫ টা ১০ মিনিটে মসজিদের ফজরের আযান দিতে আসেন। এ সময় তিনি দেখতে পান যে মসজিদের মেইন গেটের সাথে থাকা দানবাক্সটি নেই। সামনে লাইটের তার ছেড়া। পরবর্তীতে মোয়াজ্জিন ইমামের কাছে দানবাক্সের কথা এবং সামনের লাইটের তার ছেড়ার বিষয় জানায় এবং সরেজমিনে ইমামকে দেখায়। ১৯ মার্চ রাত ৯ টার হতে ২০ মার্চ ভোর ৫ টা ১০ মিনিটের মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা দানবাক্সটি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়ার দানবাক্সের মধ্যে কি পরিমানের অর্থ ছিল সে ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি। ঘটনাটি মসজিদের সাথে সংশ্লিষ্টদের জানিয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।