চৌগাছায় প্রধানমন্ত্রী উপহার ৩০ টি পরিবার জমি ও ঘর পেলেস

যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৩০ টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর বিতরণ করা হয়েছে।

বুধবার (২২মার্চ) সকল ১১ সময় উপজেলা পরিষদ সভাকক্ষে চতুর্থ পর্যায় সারা দেশের ন্যায় ভূমিহীন গৃহহীন পরিবার জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম চৌগাছা উপজেলায় যাদের জমি নেই ও ঘর নেই ভূমিহীন ৩০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে জমি ঘর বিতরণ করা হয় ।

জমি ও ঘর বিতরণ হস্তান্তারে এক আলোচনা সভায় উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, সুকপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার্স সিরাজুল ইসলাম,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মুশাব্বির হোসাইন,শিক্ষা অফিসার মোস্তাফিজ রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।