ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের হাত বিচ্ছিন্ন। এলাকাবাসী জানায়, নানা বাড়ী থেকে নিজ গ্রামের বাড়ীতে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মুন্না হোসেন (২১) নামের এক যুবকের শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার দুপুরে ওই উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না।
স্থানীয় জানায়, মহেশপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নানা বাড়ী থেকে একই উপজেলার নিমতলা নিজ গ্রামে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। সেসময় পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীতগামী একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মুন্নার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথম মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামিম উদ্দীন জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।