টর্নেডোয় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের, নিহত ৩

শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আরকানসাস ও এর আশপাশের এলাকা। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রাজ্যটির রাজধানী লিটল রক। টর্নেডোর আঘাতে অন্তত ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। তবে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আহতের সংখ্যা কয়েকশো ছাড়াতে পারে বলে আশংকা করছেন চিকিৎসা কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে আঘাত হানে টর্নেডোটি। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী লিটল রকে। সেখানকার অনেক বাড়িঘর, গাছপালা, যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৯ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এছাড়া দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়, ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে।

ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।

এরইমধ্যে উদ্ধারকাজে ন্যাশনাল গার্ড মোতায়েনের পাশাপাশি অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দুর্যোগ কবলিত এলাকাগুলোর পুনরুদ্ধারে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। টর্নেডোর কারণে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় এখনো আবহাওয়া সতর্কতা জারি রয়েছে।