যশোরে নকল মবিল কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

যশোরে নকল লুব্রিকেন্ট (মবিল) বোতলজাত করার একটি কারখানায় আভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে শহরতলীর চাঁচড়া গোলদারপাড়ার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলদারপাড়ার জাহিদুল গোলদারের ভাড়া বাসায় সাহেব আলীর নকল মবিল কারখানায় অভিযান চালান তারা।

এসময় সেখান থেকে ১১৯ কর্টুনে ৩১৭৯ বোতল নকল ভারতীয় মতুল, বাজাজ ও হিরো ব্রান্ডের মবিল জব্দ করেন। এছাড়া ৪ ব্যারেল ভর্তি মবিল ও ১৪ বস্তা বিভিন্ন ব্রান্ডের মবিলের বোতল জব্দ করেন। মালিক না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। পরবর্তিতে মালিকের উপস্থিতিতে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।