যশোরে জামায়াত ইসলামীর বৈঠকে পুলিশের অভিযান, গ্রেফতার-১

সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের জনৈক সিদ্দিক বিশ্বাসের বাঁশ বাগানের মধ্যে নাশকতা ও অন্তঘার্ত মূলক কার্য সম্পাদনের লক্ষ্যে সমবেত হয়ে ককটেল সাদৃশ্য হাত বোমা নিয়ে অবস্থানকালে পুলিশ ওলিয়ার রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে তাকে নাশকতা মামলায় আদালতে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।

মামলায় অন্যান্য আসামীরা হচ্ছে,সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে মাহবুবুর রহমান ওরফে মাহবুব, একই গ্রামের অবেদ আলীর ছেলে মাসুদ, নাজির মুন্সীর ছেলে মেজবাহ,তালবাড়িয়া গ্রামের মৃত মশিয়ারের ছেলে মাসুদ রানা,ঘুরুলিয়া উত্তরপাড়ার শামসুদ্দিনের ছেলে শাহিনুর,শেখহাটি গ্রামের মৃত সৈয়দ আমিনুর ইসলামের ছেলে আজহার উদ্দিন,চান্দুটিয়া (দক্ষিণপাড়া) গ্রামের শাহজাহান আলীর ছেলে কবিরুল ইসলাম, একই গ্রামের মতিয়ার রহমান বিশ^াসের ছেলে আরিফুল ইসলাম কল্লোল, হামিদপুর পশ্চিমপাড়ার মৃত বারিক মোল্যার ছেলে আব্দুল কুদ্দুস,হামিদপুর মধ্যে পাড়ার হাজী মোহাম্মদ আলীর ছেলে জহির আহমেদ, হামিদপুরের সিদ্দিক আহমেদ এর ছেলে অধ্যাপক গোলাম রসুল,রুপদিয়ার গ্রামের আজিবর রহমান মোল্যার ছেলে আবু জাফর মুহাম্মদ সিদ্দিকুর রহমান, জিরাট গ্রামের ইয়াকুব আলীর ছেলে ফয়সাল হোসেন, খরিচাডাঙ্গা গ্রামের মৃত ওহাব গাজীর ছেলে আসাদুজ্জামান মুন্না,সদর উপজেলার কামালপুরদ গ্রামের মোস্তফার ছেলে ফারুক,ছাতিয়ানতলার আব্দুল আলিম তরফদারের ছেলে ছন্টু তরফদার,চুড়ামনকাটি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুল হক,চোপদারপাড়া (আকবরের মোড়) এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুর রব ও তরফ নোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তরিকুল আলম শামীমসহ অজ্ঞাতনামা আরো অনেকে।

মামলায় সদর উপজেলার তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদা উল্লেখ করেন,গত মঙ্গলবার ১১ এপ্রিল রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সদর উপজেলার ফুলতলা বাজারে অবস্থানকালে রাত পৌনে ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে তালবাড়িয়া গ্রামস্থ জনৈক সিদ্দিক বিশ^াসের বাঁশবাগানের মধ্যে কতিপয় নিষিদ্ধ-ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ- সংঘটনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড ঘটনানোর উদ্দেশ্যে অন্তঘার্তমূলক হামলা করা লক্ষ্যে গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন মোবাইল -১১ ডিউটি নিয়োজিত কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ রাত প্রায় সাড়ে ১২ টায় উল্লেখিত স্থানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ- ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা দিক-বিদিক ছোটাছুটি করে পালানোর চেষ্টাকালে বাদিসহ সঙ্গীয় ফোর্সসহ আসামী ওলিয়ার রহমানকে আটক করে। তার হাতে থাকা একটি ছোট বাজারের বালু দ্বারা বিশেষ কৌশলে লুকানো অবিস্ফোরিত লাল কসটেপ দ্বারা মোড়ানো ২টি ককটেল হাত বোমা উদ্ধার করে। এ সময় তার দখল হতে দু’টি সাইয়েদ আবুল আ’লা মওদুদী ঈমানের হাকীকত বই ,৭টি বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যক্তিগত কর্মী রিপোর্ট বাই,৫টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের বক্তব্য বই,৭টি বাংলাদেশ জামায়াতে ইসলামী শিরোনামে লিফলেটসহ বিভিন্ন জাময়াতে সংগঠনের বই পুস্তুক। অপরদিকে, খোঁজ খবর নিয়ে জানাগেছে, মামলার এজাহার নামীয় ১৯ নাম্বার আসামী আব্দুর রব বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আব্দুর রব আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের আদর্শ লালন করেন। তারপরও তাকে জামায়াত ইসলামী সংগঠনের লোক সাজিয়ে মামলা দেওয়ায় আব্দুর রব নিন্দা জানিয়েছেন। অবিলম্বে তার নামে মামলা জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।