মহেশপুরে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর থেকে ৩ হাজার ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্দার করেছে বিজিবি। ৬ মে (শনিবার) ভোরে উপজেলার বেলে মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির অধিনায়খ লে: কর্ণেল মাসুদ পারভেজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতেৃত্বে এবং হাবিলদার আমিনুল ইসলাম ও নায়েক সিরাজের সহযোগিতায় বেলে মাঠ এলাকা থেকে ১৫টি প্লাস্টিকের সাদা বস্তায় ভরা ৩ হাজার ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি জানান, মাদক চোরাকারবারিরা এই ফেনসিডিল ভারত থেকে এনে এখানে রেখেছিলো। তবে কাউকে এ ঘটনায় আটক করা যায়নি।