ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও লিগপর্ব থেকে ছিটকে গেলাে পাকিস্তান। একের পর এক ব্যর্থতায় পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনার স্রোত। পাকিস্তান দলের অবস্থা নিয়ে কয়দিন আগে মুখ খুলবেন বলে জানিয়েছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিশ্বকাপ থেকে বাদ পড়তেই মুখ খুললেন তিনি। যেখানে পিসিবি, নির্বাচক কমিটি এবং বাবর আজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আফ্রিদি।
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে পিসিবির হস্তক্ষেপে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। তখন টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব তুলে দেওয়া হয় পেসার শাহিন শাহ আফ্রিদির কাঁধে। এক সিরিজ না যেতেই শাহিনের নেতৃত্ব কেড়ে নিয়ে পুনরায় বাবর আজমকে অধিনায়ক ঘোষণা করে পিসিবি। যা নিয়ে ব্যাপক হট্টগোল হয় পাকিস্তান ক্রিকেটে। সে সময় শাহিনের চেয়ে রিজওয়ানকে অধিনায়ক হিসেবে চেয়েছিলেন আফ্রিদি।