নৌযান শ্রমিক ফেডারেশন, নওয়াপাড়ায়, উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শনিবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরস্থ নৌযান শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ের সামনে থেকে নওয়াপাড়া স্টেশন বাজার পর্যন্ত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, নওয়াপাড়া, অভয়নগর, যশোরের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ থানায় দায়েরকৃত কথিত মিথ্যা মামলায় আটক বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর মিয়া এর নিঃশর্ত মুক্তি ও কথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিল শেষে নওয়াপাড়া শহরস্থ নৌযান শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, নওয়াপাড়া, অভয়নগর, যশোরের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। উক্ত সমাবেশে বক্তারা নৌযান শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীর মিয়া এর নিঃশর্ত মুক্তির পাশাপাশি নৌযান শ্রমিকদের বেতন ৬০% বৃদ্ধি করে সম্প্রতি সরকার যে গেজেট প্রকাশ করেছে তা কার্যকর করার আহ্বান জানান।

আলোচ্য কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, নওয়াপাড়া, অভয়নগর, যশোরের সদস্য নিয়ামুল হক রিকো, নাজমুল হুসাইন সহ অন্যান্য নৌযান শ্রমিক নেতৃবৃন্দ।