দেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন তারেক রহমান: কৃষিমন্ত্রী

abdur razzak
ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, হচ্ছে। তারপরও পাকিস্তান প্রেমীরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। খুনি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখনও স্বপ্ন দেখেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর। তাই বিএনপির মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়ানো এখন সময়ের দাবী।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, অনেক আন্দোলন করেছেন। ২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে অনেক মানুষ পুড়িয়েছেন, পুলিশ সদস্যদের হত্যা করেছেন।

তিনি আরও বলেন, এখন দেশের মানুষ শান্তিতে রয়েছে, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব আমাদের দেখে অবাক হয়। বিদেশিরা জিজ্ঞেস করে, আমরা আলাদিনের চেরাগ পেয়েছি কিনা? আমরা তাদের বলি, আলাদিনের চেরাগ নয়, আমরা শেখ হাসিনাকে পেয়েছি।

ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন দাবি করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ১৭ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। এটি কোনো যাদু বলে হয়নি। একটি কৌশল। বিএনপির আমলে বীজ, সারের দাম বেশি ছিল। আওয়ামী লীগ তা কমিয়ে এনেছে।

এর আগে, দুপুর ১২টার দিকে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব।