প্রকাশিত সংবাদ সম্পর্কে প্যারাডাইজ এর বক্তব্য

jessore map

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘৬০ পদে দেড় কোটি টাকার নিয়োগ বাণিজ্য’ যশোর স্বাস্থ্য বিভাগ, শিরোনামে প্রকাশিত খররের সাথে ভিন্নমত পোষণ করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্যারাডাইজ।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নিয়োগের সাথে যশোরের স্বাস্থ্য বিভাগের কোন সম্পর্ক নেই। এমনকি নিয়োগ সংশ্লিষ্ট কারো সাথে কোন অর্থ বাণিজ্য হয়নি।

যারা নিয়োগ পেয়েছেন তারা সকলেই নিজ যোগ্যতায় এই নিয়োগ পেয়েছেন। এই নিয়োগ সম্পর্কে যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ কিছুই জানেন না। এমনকি সিভিল সার্জনও কিছুই জানেন না।

প্যারাডাইজ এর পক্ষ থেকে আরো বলা হয়েছে, প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে একজন করে অফিস সহায়ক কাম পরিচ্ছন্ন কর্মী নিয়োগ পেয়েছেন। কোন ক্লিনিকে একাধিক নিয়োগের কোন সুযোগ নেই। ফলে রিপোর্টে যে বলা হযেছে, একটি ক্লিনিকে একাধিক নিয়োগ পেয়েছে, যা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ সাহেব এর বোন মাবিয়া খাতুন জলি ও বোন জামাই জাহিদুল ইসলামকে হামিদপুর ও দায়তলা কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হয়েছে যা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রি মহল সংবাদিকদের বিভ্রান্তি করে মিথ্যা তথ্য সরবরাহ করে প্যারাডাইজ সুনাম ক্ষুন্ন করতে চায়। প্যারাডাইজ সারা দেশে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতে প্যারাডাইজ সম্পর্কে তথ্য জেনে ও কথা বলে সংবাদ পরিবেশন করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ রইলো।