ঘাটতির ২,৬১,৭৮৫ কোটি টাকা আসবে যেখান থেকে

আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ কোটি টাকা, যা প্রাক্কলিত জিডিপির ১০ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে অনুদান ব্যতীত মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ‘প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। এখানে উল্লেখ্য, এ হার গত বাজেটে ছিল ৫ দশমিক ৫ শতাংশ।’

ঘাটতির অর্থায়ন প্রসঙ্গে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি।’

অর্থমন্ত্রী অভ্যন্তরীণ উৎস হতে যে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহের কথা বলেছেন তার মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।