যশোরে তাল খাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা

তাল খাওয়াকে কেন্দ্র করে গোলযোগের জের ধরে সদরের কামালপুর গ্রামে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। কামালপুর গ্রামের আঃ রহিমের স্ত্রী সালমা বেগম ৫ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলো ওই গ্রামের শহিদ হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৩) একই গ্রামের জনাব আলীর ছেলে শহীদ হোসেন (৪৫) আব্দুল কাদেরে স্ত্রী রিনা খাতুন (৩১) শহীদ হোসেনের ছেলে সাহেদ আলী (১৯) ও শহীদ হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৩৯)।

মামলায় সালমা বেগম বলেন, তাল খাওয়াকে কেন্দ্র করে ২১ মে রাতে আসামিদের সাথে ওই গ্রামের কালামের ছেলে বাদির স্বামী আঃ রহিমের বচসা হয়। বিষয়টি ওই সময়ই মীমাংসা হয়। কিন্তু আসামিরা বিষয়টি সহজ ভাবে নেয় না। ২৩ মে সকালে বাদির স্বামী রহিম মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে আসামিদের বাড়ির সামনের রাস্তায় পৌছুলে শাবল, বার্মিজ চাকু লোহার রড, বাঁশের লাঠি নিয়ে মোটর সাইকেল দাঁড় করায়। মোটর সাইকেল দাড় করোনোর সাথে সাথে আসামি শাহিনুর রহমান খুন করার উদ্দেশ্যে লোহার শাবল দিয়ে রহিমের মাথায় বাড়ি মারে। রহিম বাম হাত দিয়ে ঠেকালে কনুইতে লেগে হাড় ভেঙ্গে যায়। এসময় হোসেন আলীর স্ত্রী মনোয়ারা খাতুন ঠেকাতে গেলে আসামি বার্মিজ চাকুর আঘাতে ডান চোখে নীচে জখম হয়। হামলার স্বীকার রহিম ও মনোয়ারার চিৎকারে বাদি সালমা ঠেকাতে গেলে আসামিরা তাকেও মারপিট করে আহত করে। ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা চলে যায়।