ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে প্রবেশে সমস্যার সমাধান হয়েছে

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা শুক্রবার জানিয়েছে, তাদের তিনটি প্ল্যাটফর্মের অ্যাপে প্রবেশে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। দুই ঘণ্টার বেশি সময় ত্রুটি দেখা দেওয়ার পর তা ঠিক হয়েছে। খবর: এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানায়, একটি জায়গায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্রায় ২০ হাজার ব্যবহারকারীও একযোগে সমস্যায় পড়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই সমস্যায় পড়া গ্রাহকের সংখ্যা ৫০০ জনের নিচে নেমে আসে।

মেটা জানিয়েছে, ফেসবুকে অ্যাড ম্যানেজারে যে সমস্যা দেখা দিয়েছিল তারও সমাধান হয়েছে।