ঝিনাইদহে কাঁচা মরিচের ঝাঁঝে নিন্ম আয়ের মানুষ দিশেহারা! প্রতি কেজি ৮’শত টাকা

ঝিনাইদহে বিভিন্ন বাজার গুলোতে হঠাৎ করে কাঁচা মরিচের ঝাঁঝে নিন্ম আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কাঁচা মরিচ প্রতি কেজি ৮’শত টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। যা ৩’শত ২০ টাকা থেকে দাম বৃদ্ধি পেয়ে ৮’শত টাকায় গিয়ে দাঁড়িয়েছে। জেলার বিভিন্ন হাট বাজার গুলোতে সরজমিনে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাজায়, চাহিদার তুলনায় কাঁচা মরিচের উৎপাদন কম হওয়ার ফলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এড়ি ফলে নিন্ম ও মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে মহা বিপাকে।

জেলা শহরের রিকসা চালক আশাদুল ইসলাম বলেন, সারাদিন যে টাকা আয় করি তার মধ্যে বাজারে গিয়ে ৮’শত টাকা দরে কাঁচা মরিচ কিনতে গেলে অন্য বাজার করা কষ্ট হয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্য মতে জানাযায়, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ১ হাজার ৭’শত ২৪ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তবে বর্ষা মৌসুম হওয়ার ফলে আধিকাংশ জমির মরিচের গাছ নষ্ট ও ধরণ কমে জাওয়ার ফলে চাহিদার তুলনায় উৎপাদন থাকায় দাম একটু বেশী।