যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালক নিহত

যশোরের শার্শা নিজামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা মিয়া (৬৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

সোমবার (৭ আগষ্ট) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক লতা মিয়া শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। বারান্দার টিন নিচু হওয়ায় দুপুরে নিজের চালিত ইঞ্জিন ভ্যানে চার্জ দেওয়ার সময় অসচেতনতা হওয়ায় ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য সরোয়ার হোসেন ,সাংবাদিকদের জানান,লতা মিয়া পেশায় একজন ভ্যানচালক।সোমবার সকালে ভ্যান চালিয়ে বাড়িতে আসে।এসময় তার ইঞ্জিন চালিত ভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান জানান,বিষয়টি শুনেছি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।