ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া নামক একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক সুমন হোসেন (২৪) নামের ১ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। নিহত সুমন ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা। তার মা তেঁতুলতলা বাজার এলাকায় চাতালে কাজ করে তবে সুমনের পিতা জীবিত নেই।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া মোড় নামক স্থানে ট্রাক চাপায় বাইসাইকেল চালক সুমন নিহত হয়। এছাড়াও শুক্রবার বিকালে ঝিনাইদহ-যশোর সড়কের চুটলিয়া মোড় নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনায় জিসান হোসেন, নিশান আহমেদ ও নাছিম হোসেন নামের ৩ যুবক মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহে সদর হাসপাতালে পাঠাই। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত ৩ যুবককেই ঢাকায় রেফার্ড করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা খবর নিশ্চত করেন।
প্রত্যক্ষদর্শী মহতাব জানান, শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে ৩ যুবক ঝিনাইদহ থেকে যশোর দিকে যাচ্ছিলো। ঐ স্থানে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের নিচেই ঢুকে যায়। এতে ঐ ৩ যুবক মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করে।
ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার স্বত্ততা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কেউ মামলা করেনি। মামলা করলে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।