আসন্ন ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়া নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, চীনের প্রতিনিধিত্ব করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
ইউক্রেন যুদ্ধের এ পর্যায়ে এসেও এই বড় দুই নেতার জি-২০ সম্মেলনে অংশ না নেওয়া অনাকাঙ্ক্ষিত। তাদের অনুপস্থিতির ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমাধান হবে না বললেই চলে। একইসঙ্গে একপাক্ষিক একটি বৈঠক হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে এই দুই মোড়লের অনুপস্থিতির কারণে এবারের জি-২০ সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে।
ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্টের মধ্যে সাক্ষাতের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বাইডেন ইতোমধ্যে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে বাইডেনের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ হয় চীনা প্রেসিডেন্টের।
আয়োজক ভারতের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, শি’র পরিবর্তে চীনা প্রধানমন্ত্রী আসবেন, এই সম্পর্কে আমরা অবগত।
চীনে দুই বিদেশি কূটনীতিক এবং অপর একটি জি-২০ দেশের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, শি সম্ভবত এই সম্মেলনের জন্য ভারত ভ্রমণ করবেন না।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রধান উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকসের নেতাদের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন শি জিনপিং। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি।