যশোরের চাঞ্চল্যকর টুনি হত্যা মামলার অন্যতম আসামি বিল্লাল আটক

যশোরের চাঞ্চল্যকর শাওন ওরফে টুনি শাওন হত্যা মামলার অন্যতম আসামি
বিল্লাল হোসেন মৃদুলকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার
বিকেলে শংকরপুর জমাদ্দারপাড়া থেকে তাকে আটক করা হয়েছে। বিল্লাল
হোসেন মৃদুল শংকরপুর জমাদ্দারপাড়ার মিন্টু শেখের ছেলে।

র‌্যাব জানায়, বিল্লাল চিহ্নিত সন্ত্রাসী। ২০২১ সালের ২২ জুলাই রাত
সাড়ে ১০টার দিকে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের
মোড়েআরেক সন্ত্রাসী টুনি শাওনকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
হত্যা করা হয়। এ ঘটনার পর জড়িত থাকায় আটক করা হয় বিল্লালকে।
প্রায় দুই বছর কারাগারে আটক থেকে জামিনে বের হয় বিল্লাল। এরপর
আর আদালতে হাজিরা দেয়নি। বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে আটক করা হয়েছে।

¯’ানীয়রা জানায়, বিল্লাল নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ডে
জড়িত।সম্প্রতি ক্ষমতাসীন দলের সহসভাপতি মেহেদী হাসান মিন্টুর
গাড়ির ড্রাইভার পরিচয় দিতে থাকে বিল্লাল। এরপর ওই নেতার নাম
ভাঙিয়ে আরও বেপোরোয়া হয়ে উঠে সে। তার নানা মুখী অত্যাচারে
অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।