ভরন-পোষন না দেয়ায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মা

ভরন-পোষন না দেয়ায় ছেলে আব্দুল গফফার মোড়লের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার মা। সোমবার কেশবপুরের শেখপুর গ্রামের মৃত হামেদ আলী মোড়লের স্ত্রী ও আসামির মা গেলাজান বিবি এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, গোলজান বিবির স্ত্রী বেশ আগে মারা গেছেন। তার কোন আয়-রোজগার নেই। বৃদ্ধ বয়সে শান্তিতে জীবন যাপন করার লক্ষ্যে তার ৬ শতক জমি ছেলে আব্দুল গফফারের নামে লিখে দিয়েছেন। জমি লিখে নেয়ার সময় গফফার তার মাকে ভরন-পোষন দেয়ার কথা জানালেও এ দিতে রাজি হচ্ছেনা।

তাকে দেখা শুনার কথা বললে খুন-জখমের হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অতি কষ্টে বসবাস ও অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে এনে জীবন যাপন করছেন। নিরুপায় হয়ে মা ছেলের বিরুদ্ধে এ মামলা করেছেন।