বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের দিকে নজর এখন সবার। আজ তাদের চার হাত এক হবে। খাঁটি পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে। যার থিম নয়ের দশক। শোনা যাবে নয়ের দশকের বলিউড গান। বিয়ের দিন মণীশ মালহোত্রার লেহেঙ্গায় সেজে উঠবেন পরিণীতি। ২৪ সেপ্টেম্বর দুপুরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। রাতে বড় পার্টিও দেবেন রাঘনীতি।
বলিউডের তারকাদের বিয়ে মানেই যে কড়া নিরাপত্তায় মোড়ানো বিয়ের স্থান সেটা আবারও প্রমাণ হচ্ছে। ঠিক যেমনটি দেখা গিয়েছিল আনুশকা-বিরাট, দীপিকা-রণবীর, ভিকি-ক্যাটরিনা অথবা রণবীর-আলিয়ার ক্ষেত্রে। রাঘব-পরিণীতির বিয়েতেও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, রাঘব-পরিণীতির বিয়েতে রাখা হয়েছে ১০০ জন স্পেশাল নিরাপত্তারক্ষী। যাদের কড়া নজরদারি থাকবে বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে। বিয়েতে আসা অতিথিরা যেন ফোনে ছবি তুলতে না পারেন তারা সেদিকে খেয়াল রাখবেন। মোবাইল ফোনে লাগানো হবে বিশেষ ধরনের নীল টেপ। এই টেপের বিশেষত্ব হচ্ছে, এক বার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তিরচিহ্ন দেখতে পাওয়া যাবে।
পরিণীতি ও রাঘবের বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হয়েছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ক’দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে।
দিল্লিতে রাঘবের বাড়িতে অনুষ্ঠিত হল সুফি নাইট। দুই পরিবারের উপস্থিতিতে জমজমাট এই সুফি নাইট। এ ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা মধু চোপড়া যোগ দিয়েছেন অনুষ্ঠানে। শুক্রবার হয়েছে মেহেন্দি অনুষ্ঠান। শনিবার সঙ্গীত অনুষ্ঠানে মেতে উঠবেন চোপড়া ও চাড্ডা পরিবার।
প্রসঙ্গত, গত ১৩ মে আংটি বদল করেন রাঘব এবং পরিণীতি। তারা একে অন্যের দীর্ঘদিনের বন্ধু। বাগদানের আগে পর্যন্ত যদিও রাঘব বা পরিণীতি কেউই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অন্য়দিকে, বলিউডের অতি পরিচিত মুখ পরিণীতি। এবার অপেক্ষা দম্পতির সাত পাক ঘোরার।