খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ঝিনাইদহে বিএনপি’র অনশন

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে ঝিনাইদহে বিএনপি’র অনশন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অনশন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ^াসজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আলমগীর হোসেন, এ্যাড দবির হোসেন, এ্যাড রবিউল ইসলাম, এ্যাড শামসুজ্জামান লাকি, মহেশপুরের মেহেদী হাসান রণি, শৈলকুপার রবিকুল হাসান দিপু, হরিণাকুন্ডুর জিন্নাতুল হক, কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক, কালীগঞ্জের আব্দুল হামিদ, জেলা যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান, মুশফিকুর রহমান মানিক, শ্রমিক দল নেতা আবু বকর, টোকন জোয়ারদার, রুহুল আমিন পিকুল ও রেজাউল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। যদি খালেদা জিয়ার কিছু হয় তাহলে এ দায় সরকারের নিতে হবে বলেও হুশিয়ারী দেন তারা।

সকাল ১১ টায় শুরু হওয়া অনশন কর্মসুচি চলে দুপুর ১টা পর্যন্ত। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি এম এ মজিদ বলেন, “হাসিনা সরকার শুধু ভোট চুরি করেই রেকর্ড গড়েনি, দেশের সম্পদ পাচার করেও বিশ^ব্যাপী নজীর সৃষ্টি করেছে। তিনি বলেন, সরকারের সহায়তাকারী সবাইকে বিচার হবে এই দেশের মাটিতে। দেশের মানুষ তাদের ছাড়বে না। তিনি বলেন আজ দেশের গনতন্ত্র জেল খানায় বন্দি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। এ জন্য তাঁকে বিদেশে চিকিৎসা করাতে দিচ্ছে না। গনতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা হরণের দায়ে একদিন শেখ হাসিনা ও তার দোসরদের চরম মুল্য দিতে হবে, হয়তো সেই দিন আর বেশি দুরে নয়”।