ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ী ঘর ভাংচুর

ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। শনিবার সকালে ওই উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হীরাডাঙ্গা গ্রামের আবুল বাশার আলমের সমর্থকদের সাথে রাশেদুল ইসলাম ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার বিকেলে রাশেদুলের সমর্থক জাফিরুলের সাথে গাছের পেয়ারা খাওয়াকে কেন্দ্র করে আবুল বাশার আলমের সমর্থক আব্দুস সালাম’র মারামারি হয়। এরই জের ধরে শনিবার সকালে আলম’র সমর্থকরা রাশেদুলের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ভাংচুর করা হয় অন্তত ১৫ টি বাড়ি ঘর। লুট করা হয় হাস-মুরগী, নগদ টাকাসহ আসবাবপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।