যশোরে কোনো প্রভাব পড়েনি বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন আজ রোববার সারাদিন । হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি বিএনপি কিংবা সমমনা দলগুলোর। প্রত্যেকটি মার্কেটের দোকান খোলা রয়েছে। স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোর শহরের দড়াটানা এলাকা, এইচএমএম রোড, বড় বাজার, মাইকপট্টি, এমকে রোড, মুজিব সড়ক, কালেক্টরেট মসজিদ মার্কেটসহ শহরের সব মাকের্টের দোকান খোলা রয়েছে। ক্রেতা সমাগম রয়েছে স্বাভাবিক।
এদিকে, শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, মণিহার বাসস্টান্ড, নিউমার্কেট, পালবাড়ি ও চাঁচড়া বাসস্টান্ড থেকে আন্তঃজেলা বাস সার্ভিস গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। দূরপাল্লার বাস সার্ভিসের প্রত্যেকটি কাউন্টার খোলা রয়েছে। সকালে দেশের বিভিন্ন গন্তব্যে দূর পাল্লার বাস যশোর ছেড়ে গেছে। এছাড়াও দিনের অন্য নির্ধারিত সময়ের বাসগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।