মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সদর উপজেলার বিরামপুর কালীতলা পশ্চিমপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা মোছাঃ জাহানারা বেগমকে গ্রেফতার করেছে।তিনি ওই এলাকার আসলাম হোসেনের স্ত্রীঃ।
এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাগেছে,মঙ্গলবার ২০ নভেম্বর বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে একটি টিম বিরামপুর কালীতলা পশ্চিম পাড়া মাদক বিক্রেতা জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় জাহানারা মাদকদ্রব্য বিভাগের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর এক পর্যায় আটক হয়। পরে তার দখল হতে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করে।
জাহানারা বেগমের স্বামী আসলাম হোসেন ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। আসলামের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে ৯টি ও স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে মাদক আইনে ১টিম মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।