যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গরুর মাংস বিক্রেতাকে
মারপিট করে জখম ও পৌনে এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায়
কোতয়ালি থানায় মামলা হয়েছে। সদরের চুড়ামনকাঠি ইউপির
গোবিলা গ্রামের সিরাজুল হকের ছেলে সোহরাব হোসেন ৪ জনের নাম
উল্লেখসহ অজ্ঞাত নামা কয়েকজনের নামে সোমবার ৪ ডিসেম্বর মামলা
করে।
মামলার আসামিরা হলো ওই গ্রামের মৃত কালু বিশ^াসের ছেলে শহর
আলী (৪৫) একই গ্রামের হানেফের ছেলে মিঠু হোসেন (৩৫) কালূ
বিশ^াসের ছেলে হানেফ হোসেন (৫৫) ও শহর আলীর চেলে শরীফ (২৫)।
মামলায় বলা হয়েছে সোহরাব হোসেন গরুর মাংসের ব্যবসা করে।
আসামিদের সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা ও দ্বন্দ চলছিল। এ
কারনে আসামিরা সোহরাবকে মারপিট ও জখম করার জন্য বিভিন্ন ভাবে
ষড়যন্ত্র করছিলো। ১ ডিসেম্বর বিকেলে গোবিলা গ্রামের বাজারে
ইব্রাহিম হোসেনের দোকানের সামনে দিয়ে হেটে যাওয়ার সময়
এজাজুল বিশ্বাসের চায়ের দোকানের সামনে পৌছুলে আসামিরা
পরিকল্পিত ভাবে ধারাল দা, লোহার রড, হাতুড়ীসহ সোহরাবের উপর আক্রমন করে।
আসামি হানেফ হোসেনের হুকুমে আসামি শহর আলী লোহার
হাতুড়ী দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথার বামপাশে উপরে আঘাত করে গুরুতর
রক্তাক্ত জখম করে। আসামী মিঠু লোহার রড দিয়ে আমাকে খুন করার
উদ্দেশ্যে মাথায় আঘাত করলে সোহরাব ডান হাত দিয়ে ঠেকালে আঘাত
আমার ডান হাতের পাতার উপর লেগে জখম হয়। আসামি শরীফ লোহার রড
দিয়া সোহরাবের হাতে পায়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে
এলোপাতাড়ী ভাবে মারপিট করে।
এ সময় সোহরাবের পকেট থেকে ৭৫
হাজার টাকা ছিনিয়ে নেয়। সোহরাবের চিৎকারে স্থানীয়রা ইেগয়ে
গেলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।