হিমাইতপুর সৎসঙ্গের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

পাবনার হিমাইতপুর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল পুষ্প স্তবক অর্পন, সঙ্গিতানুষ্ঠান ও আলোচনা সভা।
পাবনায় মহান মুক্তিযুদ্ধে শহিদের স্মরণে নির্মিত স্মৃতি সৌধ ‘দূর্জয় পাবনা’য় পুষ্প স্তবক অর্পন করা হয় সকালে। এছাড়া সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে দিন ব্যাপী দেশাত্মবোধক ও ভক্তিমূলক সঙ্গিত পরিবেশিত হয়। সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়।

দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাধারন সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু, সদস্য অরুন কুমার দে, সুশান্ত কুমার সরকার, মলয় কান্তি দেব, অমিত কুমার সরকার, মৃত্যুঞ্জয় চক্রবর্ত্তী, কালীপদ সরকার, অনুপ কুমার দে, সজীব কুমার শীল প্রমুখ।