তেজগাঁওয়ে বস্তিতে আগুন, ২ জনের মৃত্যু

facebook sharing button
messenger sharing button
রাজধানীর তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সোয়া ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।