পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টার ব্যবধানে ৭০পিস ইয়াবা ও চারশ’ গ্রামের অধিক গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের আরবপুর (মাঠপাড়া) গ্রামের হারাধন দাসের ছেলে পংকজ দাস,শহরের পুরাতন কসবা গোরাপাড়া এলাকার অরুন দাসের ছেলে সজীব দাস,ফরিদপুর জেলার বোয়ালমারি থানার নয়নিপাড়া গ্রামে বর্তমানে অভয়নগর উপজেলার প্রেমবাগ গেইট নানা গ্যারেজ খোকনের বাড়ির মিন্টু ওরফে টিটু শেখ এর ছেলে আমিন শেখ, যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গেইট ইউসুফ মোড়লের ছেলে ইমরান হাসান,যশোর সদর থানার রুদ্রপুর গ্রামের মৃত কাদের বিশ^াসের ছেলে শরিফুল ইসলাম,যশোর শহরের খড়কী খ্রিষ্ট্রানপাড়ার মৃত আন্ত্রীয় হালদারের ছেলে উজ্জল হালদার,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বাদুরগাছা (বারোবাজার) এলাকার মৃত রাজ্জাক মন্ডলের ছেলে শুকুর আলী,যশোর শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়ার মৃত শেখ সামছুর রহমান ওরফে শমসেরের ছেলে সাবুরুর রহমান ওরফে সাবু ও যশোর শহরের শংকরপুর সন্যাসী দিঘীর পাড়া নুমশুদ্দর পাড়ার সোনা দাসের ছেলে সুলভ দাস।
গ্রেফতারকৃতদের শুক্রবার ১৬ ফেব্রুয়ারী আলাদা মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টার সময় শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়া সাবুরুর রহমান ওরফে সাবু এর টিন সেট ঘরে অভিযান চালিয়ে উজ্জল হালদার, শুকুর আলী, সাবুরুর রহমান ওরফে সাবু ও সুলভ দাসকে ৫০ ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,চাঁচড়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ১০ টায় সদর উপজেলার রুদ্রপুর গ্রামস্থ জনৈক হাসান এর চায়ের দোকানের সামনে থেকে শরিফুল ইসলামকে ২০পিস ইয়াবা,বসুন্দিয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,ক্যাম্পের এক এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯ টায় বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতী গ্রামের দেশ ফিলিং ষ্টেশন এর সম্মুখে আমিন শেখ,ইমরান হাসানকে ২০৫ গ্রাম গাঁজা ওপুরাতন কসবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী রাতে চাঁচড়া হতে পালবাড়ীগামী মহাসড়কের আরবপুর দিঘীরপাড় নামকস্থানে নান্নুর মুদি দোকানের সামনে থেকে পংকজ দাস ও সজীব দাসকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।